হাতিশুর গাছের উপকারিতা ও অপকারিতা
হাতিশুর গাছের উপকারিতা সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন। হাতিশুর গাছ কোথায়
পাওয়া যায় এটি ব্যবহার করলে আপনি কোন কোন ধরনের উপকার পাবেন। এই সব কিছু নিয়ে
আজকের পোস্টটি লেখা হলো হাতিশুর গাছের উপকারিতা সম্পর্কে জানতে পোস্টটি পড়ুন।
পেইজ সূচিপত্রঃ হাতিশুর গাছের ৮ টি উপকারিতা
- হাতিশুর গাছের উপকারিতা
- হাতিশুর গাছের শিকড় খাওয়ার নিয়ম
- হাতিশুর গাছের ছবি
- হাতিশুর গাছের শিকড়ের উপকারিতা
- হাতিশুর গাছ কোথায় পাওয়া যায়
- হাতিশুর গাছের শিকড় খেলে কি হয়
- হাতিশুর গাছের পাতার উপকারিতা
- হাতিশুর গাছ থেকে কি ঔষধ তৈরি হয়
- লেখক এর শেষ কথা: হাতিশুর গাছের উপকারিতা সম্পর্কে শেষ বক্তব্য
হাতিশুর গাছের উপকারিতা
উপকারিতা: হাতিশুর গাছের উপকারিতা উপকারিতা হলো এটি খুব সহজেই
গ্রামগঞ্জে পাওয়া যায় এই হাতিশুর গাছ দিয়ে বিভিন্ন ধরনের জটিল কঠিন রোগের
ওষুধও তৈরি করা যায়। হাতিশুর গাছ মূলত বিভিন্ন রকম ঘা
কাটা চর্ম এবং ইত্যাদি সমস্যা দূর করতে হাতিশুরা গাছের উপকারিতা অপরিসীম।
এই গাছটি বর্তমান সময় নেই বললেই চলে তবে যেটুকু আছে সেটুকু প্রায় সময় গ্রামে
বেশি দেখা যায়।
বিভিন্ন বয়স্ক মানুষের পায়ের তালুর ওপরে অর্থাৎ গিরার এবং হাঁটুর নিচে যে
অংশটুকু থাকে সেখানে প্রচুর পরিমাণ চর্ম রোগ দেখা দেয়। এই চর্মরোগ দূর
করতে হাতিশুর গাছ ব্যবহার করতে পারেন। অনেক সময় দেখা যায় মানুষের
শরীরে ফোঁড়া রোগে আক্রান্ত হয় এই রোগ থেকে খুব দ্রুত মুক্তি
পাওয়ার জন্য হাতিশুরা গাছের ব্যবহার অপরিহার্য। আরো একটি প্রকল্প সমস্যা
হচ্ছে অনেক সময়।
আপনাদের চোখে লালচে ভাব দেখা দেয় এবং এটি সময়ের সাথে সাথে প্রচুর পরিমাণ লাল
হয়ে যায়। এই লালচে ভাব দূর করার জন্য হাতিশুরা গাছের পাতা ব্যবহার
করতে হবে। এতে আপনার চোখের লালচে ভাব দূর হয়ে যাবে এবং আপনি চোখের
জ্বালাপোড়া থেকে মুক্তি পাবেন। রিউমেটিক রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য
হাতিশুরা গাছ খুবই প্রয়োজন। গরম পানিতে হাতিশুড়ার পাতা হালকা করে
ফুটিয়ে এটি ব্যবহার করলে।
আপনার শরীরের যদি কোন বিষাক্ত পোকা কামড় দিয়ে থাকে সেখানে লাগালে এই সমস্যা
থেকে এবং এই পোকার বিষ দমন হয়।
হাতিশুর গাছের শিকড় খাওয়ার নিয়ম
শিকড় খাওয়ার নিয়ম: প্রথমত হাতিশুরা গাছের শিকড় কিভাবে
খাবেন এবং কতটুকু পরিমান খেলে আপনার শরীরে কোন রকম সমস্যা দেখা দিবে
না। হাতিশুরা গাছের শিকড় খাওয়ার জন্য আপনাকে প্রথমত ২০০ গ্রাম মধু নিতে
হবে এরপরে একটি পানের পাতা নিতে হবে। তারপর একটি হাতিশুরা গাছ নিয়ে তার
যে মূল এই মূল অংশটুকু ১ ইঞ্চি করে কেটে নিতে হবে। হাতিশুরা গাছের
মূল শিকড় কাটার
সময় আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে। মূলের ওপরে সাদা অংশ
থাকবে এই সাদা অংশটুকু বাদ দিয়ে বাকি যে অংশটুকু থাকবে এই অংশের চিকন অঙ্গ
থেকে সাদা অঙ্গের মাঝখানে ১ ইঞ্চি পরিমাণ কেটে নিবেন। এবং তার ওই মূলের
সাথে থাকা চিকন যে শিকড় গুলা থাকবে এই শিকড় গুলো হয় ইঞ্চি পরিমাণ করে
কেটে নিবেন এরপরে ওই ছয় ইঞ্চি শিকড় ১ ইঞ্চি পরিমাপ করে আবার
কেটে নেবেন। এরপরে ওই পানের পাতার ওপর এক চামচ পরিমাণ মধু নিবেন
এরপরে হাতিশুরার গাছের মূল শিকড় যে ১ ইঞ্চি পরিমাণ কেটে রেখেছিলেন সেটি পানের
পাতার ওপর রাখবেন। তারপর আপনি ওই পানের পাতাটি তিন থেকে চার ভাঁজ করে
খেয়ে নিবেন তবে খাবার আগে একটি বিষয় খুব লক্ষ্যনীয় সেটি হচ্ছে আপনি যখন এই
হাতিশুরার গাছের মূল শিকড়টি খাবেন তখন অবশ্যই খেয়াল
রাখবেন সকালে খালি পেটে খাবার। কারণ সকালে খালি পেটে এই হাতিশুরা গাছের
শিকড় খেলে আপনার প্রচুর পরিমাণ উপকারিতা পাবেন।
হাতিশুর গাছের ছবি
হাতিশুরা গাছের ছবি: আমাদের দেশে অনেক মানুষ রয়েছে যারা হাতিশুরা
গাছ চিনেনা। তাদের জন্য খুব সহজ এবং মোক্ষম উপায় হচ্ছে। হাতিশুরা গাছের
সর্বোচ্চ ১ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং এর পাতাগুলো ফুলের নিচে থাকে
পাতাগুলো অনেকটা মাঝারি সাইজের হয়ে থাকে এবং গাছের মূল থেকে শুরু করে ফুল
পর্যন্ত ছোট ছোট কাঠা আকারের অংশ দেখা যায়। এর ফুল সাদা হয়ে থাকে
এবং
অনেকটা ছোট হয়ে থাকে এর ফুল ধরা অংশটুকু হচ্ছে হাতির মতন সুর হয়ে থাকে এটি
লম্বায় তিন ইঞ্চি এবং ফুলগুলো লম্বা অংশের মাঝখানে ফুটে থাকে। আপনাদের
সুবিধার্থে নিচে হাতিশুরা গাছের একটি ছবি দেওয়া হল।
আরো পড়ুনঃ কাঁচা হলুদ ও নিম পাতার গুনাগুন
হাতিশুর গাছের শিকড়ের উপকারিতা
শিকড়ের উপকারিতা: হাতিশুরা গাছের উপকারিতা সম্পর্কে বলে শেষ করা
যাবে না হাতিশুরা গাছ মানুষের বিভিন্ন রকম প্রয়োজন আসে। হাতিশুরা
গাছ ঔষধে কাজেও ব্যবহৃত হয় এবং হাতিশুরার গাছ বিভিন্ন ঘা জাতীয় অথবা
চর্ম জাতীয় এসব ধরনের রোগের সমস্যা সমাধান করতে বেশ কার্যকরী।
- হাতিশুরা গাছের শিকড় খেলে আপনার যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে।
- হাতিশুরা গাছের শিকড় খেলে আপনার পেটের কিডনির সমস্যা দূর হবে
- হাতিশুরা গাছের শিকড় খেলে আপনার দেহের রক্ত কণিকা ভেঙে যাওয়া থেকে মুক্তি পাবেন।এবং হাতিশুরা গায়ে বিভিন্ন ধরনের হোমিও ঔষধ তৈরি করা যায়।
- হাতিশুরা গাছের শিকড় যেমন প্রচুর কাজে আসে তেমনি হাতিশুরা গাছের পাতাও অনেক ধরনের কাজে আসে তাই বিভিন্ন রকম সাধারণ সমস্যার ক্ষেত্রে আপনি হাতেসরা গাছের শিকড় অথবা পাতা সেবন করতে পারেন। এটি আপনার ছোট ছোট সমস্যা থেকে বিরত রাখতে সাহায্য করবে।
হাতিশুর গাছ কোথায় পাওয়া যায়
কোথায় পাওয়া যায়: হাতিশুরার গাছ বিভিন্ন জায়গায় পাওয়া যেতে পারে
এটির কোন সঠিক বা স্থায়ী স্থান নেই। হাতিশুরা গাছ বেশিরভাগ অংশে গ্রামে
বেশি পাওয়া যায় এর কারণ হচ্ছে গ্রামে প্রচুর পরিমাণ আগাছা জন্মায় এই আগাছার
সাথে হাতিশুরা গাছ ও একইভাবে জন্ম নেয়। পথেঘাটে বাড়ির পাশে মাঠে
দালানকোঠায় অথবা বিভিন্ন ধরনের জায়গায় পাওয়া যেতে পারে। এটি মূলত
আগাছা জন্মানোর যে সব ধরনের মাটি
রয়েছে অর্থাৎ জৈব সার যেখানে সব থেকে বেশি উৎপন্ন হয় অথবা জৈব সারের পরিমাণ
যেখানে সবচেয়ে বেশি সেখানে এই হাতিশুরা গাছ জন্ম নেয়। হাতিশুরা গাছ
বর্তমানে বাংলাদেশে বিলুপ্তের পথে চলে গেছে এখন হাতিশুরা গাছ খুবই কম দেখা
যায়। আগাছা দমন হওয়ার সাথে সাথে এ হাতিশুরা গাছেরও প্রায় দমন হয়ে
গেছে। এখন বর্তমান বেশিরভাগ অংশের যদিও হাতিশুরা গাছ দেখা যায় সে
ক্ষেত্রে এটি গ্রামগঞ্জে দেখা যেতে পারে কারণ গ্রাম গঞ্জে প্রচুর
পরিমাণ আগাছা জন্ম নেয় এই আগাছার সাথেই মূলত হাতিশুরাকে জন্ম নেয়।
আরো পড়ুনঃ গর্ভাবস্থায় পালং শাক খাওয়ার উপকারিতা
হাতিশুর গাছের শিকড় খেলে কি হয়
- হাতিশুরা গাছের শিকড়: খেলে মূলত বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এর মধ্যে সবথেকে সাধারণ কিছু এবং জটিল সমস্যা রয়েছে যেমন,
- পায়ের তালুতে ঘা হলে হাতিশুরা শিকড় খেলে এটি থেকে মুক্তি পাওয়া যায়
- হাতিশুর গাছের শিকড় খেলে যৌন ক্ষমতা বৃদ্ধি পায়
- হাতিশুর গাছের শিকড় খেলে শরীরের শক্তি বৃদ্ধি পায়
- হাতিশুর গাছের শিকড় খেলে আপনার শরীরের বিভিন্ন রকম ছোট ছোট সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়
- হাতিশুর গাছের শিকড় খেলে রক্ত পোষন ক্ষমতা বৃদ্ধি পায়
- হাতিশোর গাছে শিকড় খেলে যৌবনে ক্ষমতা বৃদ্ধি করা যায়
হাতিশুর গাছের পাতার উপকারিতা
পাতার উপকারিতা: হাতিশুড়া গাছের পাতা দিয়ে বিভিন্ন ধরনের ঔষধিক
তৈরি করা যায়। হাতিশুর গাছের পাতা বিভিন্ন ধরনের ফোড়া অথবা ঘা কোন
জায়গায় বিষাক্ত কোন পোকাতে কামড়ে দেওয়া এরকম আরো অনেক ধরনের সমস্যা
রয়েছে। এই সকল সমস্যা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেতে হলে আপনাকে
হাতিশুর গাছের পাতা ব্যবহার করতে হবে এই হাতিশুর গাছের পাতা ব্যবহার করার একটি
উপায় রয়েছে এটি হলো। হাতিশুর গাছের পাতা নিয়ে পরিষ্কার পানি
দিয়ে এই পাতা ধোয়া হয়ে গেলে গরম কুসুম কুসুম পানিতে দিতে হবে এরপরে
পাতাগুলোতে যখন হালকা পরিমাণ বুদবুদ সৃষ্টি হবে তখন সেই পাতাগুলো তুলে
নিতে হবে। এরপর আপনার যে সমস্যা হয়েছে অর্থাৎ উপরে দিয়া লক্ষণগুলো যদি
হয়ে থাকে তাহলে এই পাতাগুলো সেখানে আপনি ব্যবহার করতে পারেন।
হাতিশুর গাছ থেকে কি ঔষধ তৈরি হয়
হাতিশুর গাছের উপকারিতা: সম্পর্কে আপনারা উপরে জেনেছেন এইবার হাতিশুর
গাছ থেকে কিভাবে ওষুধ তৈরি হয় তা সম্পর্কে বিস্তারিত জানবেন। হাতিশুর গাছ
যখন একটি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন সেই গাছটি খুব আলতো করে উপরের দিক দিয়ে
টানতে হবে এরপরে গাছটি যখন উঠে যাবে। গাছটি উঠানোর পরে গাছের যদি আপনি
পাতা ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আপনাকে পাতা নিতে হবে।
অথবা যদি আপনি গাছের শিকড় প্রয়োজনে কিছু করতে চান সে ক্ষেত্রে শিকড় নিতে
হবে। মূলত পাতা থেকে ওষুধ তৈরি হয় না হাতিশুর গাছের শিকড় থেকেই সব রকম
ওষুধ তৈরি হয়। সব রকম বলতে হোমিও ওষুধ তৈরি করা সম্ভব হাতিশুর গাছের
শিকড় যে মূল রয়েছে এই মূল থেকে সাদা অংশটুকু বাদ দিতে হবে। সাদা অংশ বাদ
দেওয়ার পরে নিচের যে মূল রয়েছে এই মূল থেকে ১ ইঞ্চি পরিমাণ
হাতিশুরার শিকড়: কেটে নিতে হবে এরপরে হাতিশুর গাছের মূল শিকড়ের সাথে
লেগে থাকা চিকন শিকড় থেকে ছয় ইঞ্চি পরিমাণ শিকড় ১ ইঞ্চি করে আবার কেটে
নিতে হবে। এরপরে এই শিকড়ে কিছু পরিমাণ মধু একটি পাকা পানের পাতা নিয়ে
এবং এর সাথে কার্যকরী কিছু উপাদান নিয়ে ভালো করে বেটে এটির ঔষধ তৈরি করা
হয়। আর এই ওষুধ মানুষের দৈনন্দিন জীবনে ছোটখাটো অথবা বড় ধরনের কোন
সমস্যার সমাধান হয়।
ljgjhআরো পড়ুনঃ গরম থেকে বাঁচার সহজ ৮ টি উপায়
লেখকের শেষ কথা: হাতিশুর গাছের উপকারিতা সম্পর্কে শেষ বক্তব্য
হাতিশুর গাছ নাম শুনলে অনেক মানুষ অচেনা কিন্তু এই হাতিশুর গাছ মানুষের
অনেক রকম কাজে প্রয়োজন হয় যেটা সম্পর্কে উপরে বিস্তারিত সবকিছুই দেওয়া
আছে। হাতিশুর গাছ মূলত এখন বর্তমান বাংলাদেশের নেই বললেই চলে। বর্তমান
যুগের সাথে তাল মিলিয়ে এরকম হাতিশুর গাছের মতো আরো অনেক ধরনের ঔষধি গাছ যেগুলো
মানুষের দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণ প্রয়োজন এই
গাছগুলো অধিকাংশই বিলুপ্ত পথে চলে গেছে। এই পর্যন্ত হাতিশুর গাছের মতো আরো অনেক
ধরনের গাছ রয়েছে যেগুলো একেবারে বিলুপ্ত হয়ে গেছে। তেমনি হাতিশুর গাছ ও আস্তে
আস্তে বিলুপ্ত পথে চলে যাচ্ছে এই গাছ অধিকাংশ সময় গ্রামগঞ্জে বেশি
পাওয়া যায় এই গাছগুলি আগাছা জন্মাতে বেশি পছন্দ করে। আর এই কাজগুলি
সবথেকে মূল্যবান এবং ঔষধি কাজ করে হাতিশুরা গাছের শিকড়ে।
তাই হাতিশুরা গাছের শিকড়ের প্রয়োজন মোতাবেক আপনার যদি কোন সমস্যা হয়ে থাকে
এই ক্ষেত্রে আপনি হাতিশুরা গাছের শিকড় সেবন করবেন তাহলে আপনি ওই সমস্যা থেকে
খুব দ্রুত সমাধান পাবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url