কীভাবে বিভিন্ন ফসল/উদ্ভিদের ভালো চারা বাছাই করা হয়

কীভাবে বিভিন্ন ফসল/উদ্ভিদের ভালো চারা বাছাই করা হয় তা সম্পর্কে আজকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এবং তার সাথে এও জানতে পারবেন ফসল অথবা উদ্ভিদের ভালো চারা বাছাই করার জন্য কোন কোন পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। এবং কম খরচে ভালো মানে চারা ক্রয় করতে পারবেন। এই সবকিছু নিয়ে আজকে পোস্টটি লেখা হলো। 

কীভাবে বিভিন্ন ফসল/উদ্ভিদের ভালো চারা বাছাই করা হয়

পেইজ সূচিপত্রঃ কীভাবে বিভিন্ন ফসল উদ্ভিদের ভালো চারা বাছাই করা হয় 


যেকোনো ফসলের চারা লম্বা হতে হবে

আমরা যখন একটি চারা ক্রয় করে থাকবো বিক্রেতার কাছ থেকে। তখন আমাদের একটি জিনিস খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। সেটি হচ্ছে চারাটি উচ্চতায় কতটুকু এবং ফসলের চারাটি কতটুকু তরতাজা। এবং আরেকটি বিশেষ জিনিস খেয়াল করতে হবে সেটি হচ্ছে ফসলের চারাটি বয়স বেশি না কম। ফসলের চারা লম্বা হলে এটা খুব দ্রুত বড় হয়ে আপনাকে ফল দিতে পারবে। আর যদি ফসলের চারা ছোট হয় তাহলে সেই ফসলের চারাটি বড় হতে অনেক সময় লাগবে এতে আপনি ফসলের চারা ফল টাও অনেক দেরিতে পাবেন। 

সেই ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে ফসলের চারাটি যেন লম্বা হয়। এবার ফসলের চারাটি যখন আপনি ক্রয় করবেন তখন দেখবেন ফসলের চারাটি কতটুকু তরতাজা রয়েছে। কারণ ফসলের চারা যদি তরতাজা না হয় তাহলে ওই ফসলটি সঠিকভাবে বেড়ে ওঠার ক্ষমতা হারিয়ে ফেলবে। অর্থাৎ আপনি যখন একজন বিক্রেতা থেকে একটি ফসলের চারা ক্রয় করবেন তখন ভালো করে লক্ষ্য করবেন।

ফসলের চারাটি কতটুকু তর তাজা রয়েছে। আপনি যেকোনো ধরনের একটি ফসলের চারা ক্রয় করবেন। তখন আরেকটি জিনিস লক্ষ্য রাখবেন সেটি হচ্ছে ফসলের চারা বয়স কতটুকু কারণ ফসলের চারার যদি বয়স কম হয় তাহলে আপনি চারাটি থেকে খুব দ্রুত ফল পাবেন এবং চারাটি অনেক দ্রুত বড় হয়ে উঠতে বৃদ্ধি পাবে।
 

ফসলের চারা ক্রয় করার সময় শিকর পরীক্ষা

আপনি যখন একটি ফসলের চারা ক্রয় করবেন তখন ভালো করে দেখে নিবেন পলিথিনের তলে ওই ফসলের চারা শিকড় কতটুকু বের হয়ে আছে। অর্থাৎ একটি ফসলের চারার শিকড় অর্থাৎ মূল শিকড় বেশি বড় হবে না এবং মোটাও হবে না। অর্থাৎ স্বাভাবিক থাকবে যদি এর থেকে মোটা অথবা অনেক বেশি লম্বা হয়ে থাকে তাহলে ওই ফসলের চারাটি নেওয়া যাবে না।

কারণ ফসলের চারার শিকড় অর্থাৎ মূল শিকড় চিকন এবং সৌর হবে ফসলের চারার মূল শিখর যতটা সুর হবে অর্থাৎ চিকন হবে আপনি যখন ফসল চারাটি মাটিতে রোপন করবেন। তখন খুব দ্রুত ফসলের চারা টি  বেড়ে উঠতে পারবে এতে করে আপনি আপনার ফসলের চারা থেকে ফল দ্রুত পাবেন। তাই সব সময় খেয়াল রাখবেন ফসলের চারা কেনার সময় ফসলের চারার শিকড় কেমন।

ফসলের চারা পাতার পরীক্ষা 

আপনি যখন একটি ফসলের চারা ক্রয় করবেন। তখন ভালো করে দেখে নিবেন ফসলের চারার পাতার উপরে অথবা নিচে কোনরকম পোকার আক্রমণ রয়েছে কি না। কারন একটি ফসলের চারা যদি পাতায় কোনরকম প্রকার আক্রমণ না থাকে। তাহলে ওই ফসলের চারাটি প্রকার আক্রমণাত্মক না। যদি পোকায় আক্রমণ হয়ে থাকে তাহলে আপনার ফসলের চারাটি খুব দ্রুত বেড়ে উঠতে পারবে না। এবং ফসলের চারা থেকে যেসব পাতা বের হবে এ সকল পাতা খুব দ্রুত বৃদ্ধি পাবে না। এবং জড়তা লেগে সেটি নষ্ট হয়ে যাবে ফসলের। চারা ক্রয় করার সময় ফসলের চারার পাতায় ভালো করে লক্ষ্য করে নিন কোন রকম পোকায় আক্রমণ করেছে কি না।

আমাদের শেষ কথা: কীভাবে বিভিন্ন ফসল/উদ্ভিদের ভালো চারা বাছাই করা হয় 

আপনি যখনই একটি ফসলের চারা ক্রয় করতে যাবেন তখন আপনি উপরে দেওয়া উক্ত গুলোর সবকিছু যাচাই করে একটি ফসলে চারা কয় করবেন। এতে করে আপনার ফসলের চারাটি মান অনেক ভালো হবে এবং আপনি খুব দ্রুত এই ফসলের তারাটি বড় করতে পারবেন। এটি থেকে খুব দ্রুত ফল সংগ্রহ করতে পারবেন আরেকটি জিনিস লক্ষ্য রাখবেন। সেটি হলো ফসলের চারা যদি ভালো মানের হয়ে থাকে তাহলে এটি ক্রয় করার পরে মাটিতে রোপন করলেই চারাটি খুব দ্রুত বড় হবে না। আপনাকে অনেক যত্ন করতে হবে এতে করে বিভিন্ন রকম প্রকার আক্রমণ থেকে রক্ষা পাবে। এবং চারাটি খুব দ্রুত বৃদ্ধি পাবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url